ছাড়পত্র পেলো ‘বিউটি সার্কাস’

| রবিবার , ২২ মে, ২০২২ at ১০:৪২ পূর্বাহ্ণ

নির্মাতা মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ সিনেমাটি বাণিজ্যিক প্রদর্শনের জন্য বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান।

সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্প ‘বিউটি সার্কাস’। সার্কাস সেট পুড়িয়ে দেয়ার পরও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প উপস্থাপন করা হয়েছে সিনেমায়। সিনেমায় জয়া আহসানের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস।

এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, এবিএম সুমন, হুমায়ূন সাধুসহ অনেকে। সিনেমাটির সবশেষ অবস্থা প্রসঙ্গে ভ্যারাইটিকে খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল জানিয়েছেন, সিনেমাটি এখন দীর্ঘ ভিএফএক্স প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধবলিউডে পা রাখছেন আরও দুই স্টার কিড
পরবর্তী নিবন্ধনীলুর নতুন গান ‘আমার হতে হতে তুমি’