বায়েজিদ নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে ৮ম বার্ষিক উরশ শরীফ দরবারের সাজ্জাদানশীন আল্লামা শাহ্ সূফি ইয়াছিন মাহমুদ ছিদ্দিকী ওয়াজেদীর সভাপতিত্বে গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এতে আলোচক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের চেয়ারম্যান কাজী মঈনুদ্দিন আশরাফী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল কাদেরী, আল্লামা গাজী শফিউল আলম নেজামী, হাফেজ আশরাফুজ্জামান, হাফেজ সোলায়মান আনসারী, অধ্যক্ষ বদিউল আলম রিজভী, মুহাম্মদ সাইফুদ্দীন জহুর, মহিউদ্দিন, মফজল আহমদ কাদেরী, মুফতি মুহাম্মদ হাসান মুরাদ, নুরুল হক, সেকান্দর হোসেন, ইকবাল কাদেরী, গোলামুর রহমান, মোক্তার আহমদ রজভী, মুফতি মুহাম্মদ আবু ইউসুফ হানাফী, মুহাম্মদ লিয়াকত আলী নোমানী, শেখ আহমদ মজিদি, তারেক আবেদীন, ইমরান হোসাইন আকবর, ক্বারী মুহাম্মদ ইসমাইল, হাফেজ মনিরুল ইসলাম প্রমুখ। এতে বক্তারা বলেন,ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) আজীবন দ্বীনের খেদমত করে গেছেন। শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় ও মানবসেবায় তিনি ব্রত ছিলেন, যা জনহৃদয়ে এখনো স্মৃতিময়। প্রেস বিজ্ঞপ্তি।