ছাফা মোতালেব কলেজে সাংস্কৃতিক প্রতিযোগিতা

| রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫ at ৯:২৭ পূর্বাহ্ণ

চান্দগাঁও ছাফা মোতালেব সিটি কর্পোরেশন কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত ৭ জানুয়ারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ এ.বি.এম মাহবুবুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, শিক্ষা কর্মকর্তা রাশেদা আকতার, সাবেক কাউন্সিলর মো. আজম, শেখ ওয়াহিদ। প্রভাষক মুহাম্মদ এরফান ও আমেনা বেগমের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন কলেজের আহ্বায়ক মু. জিয়াউল হক। শেষে ছাত্রছাত্রীদেরকে কলেজ প্রতিষ্ঠাতার চ্যারিটি ফান্ড থেকে বিনামূল্যে বই বিতরণ করা হয়। শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাচারকৃত অর্থ উদ্ধারে বিদেশি আইনজীবী নিয়োগ করবে সরকার
পরবর্তী নিবন্ধমাস্টারদার ৯১ তম ফাঁসি দিবস আজ