নগরীর চান্দগাঁও এলাকায় একটি ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে আব্দুল হালিম (২৫) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বাহির সিগনাল ওয়েল কম্পোসেটের ভবনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হালিম চাঁদপুর জেলার কচুয়া থানার তুলপাই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, সকালে রঙের কাজ করতে গিয়ে হঠাৎ ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় আবদুল হালিম। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুর রহমান আজাদীকে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে হালিম নামে এক যুবককে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।