ইসলামী ফ্রন্টের মহাসচিব এম এ মতিন বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আদর্শিক ও সুশৃঙ্খল কর্মী বাহিনীর বিকল্প নেই। আমাদের রাসূল (দ.) দেখানো পথ ও মত অনুসরণ করে এগিয়ে যেতে হবে। তিনি গত ২৫ সেপ্টেম্বর চন্দনাইশস্থ শাহসূফী মমতাজিয়া দরবার শরীফের অডিটোরিয়াম হলে ছাত্রসেনা দক্ষিণ জেলার দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ছাত্রসেনা জেলা সভাপতি মুহাম্মদ নূরের রহমান রণির সভাপতিত্বে ও হাফেজ মুহাম্মদ সাইফুদ্দীন ও রাশেদুল হক ফারুকীর যৌথ সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত প্রেসিডিয়াম সদস্য ও জাহাঁগিরিয়া শাহসূফি মমতাজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়্যদ মুহাম্মদ আলী। প্রশিক্ষক ছিলেন ইসলামী ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, তথ্য ও প্রযুক্তি সচিব মুহাম্মদ আব্দুর রহিম। প্রেস বিজ্ঞপ্তি।