ছাত্রসমাজের মাঝে আদর্শিক জাগরণ ঘটাতে হবে

ছাত্রসেনার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তারা

| রবিবার , ২২ জানুয়ারি, ২০২৩ at ৮:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রসেনা উত্তরজেলার উদ্যোগে গতকাল শনিবার নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে ছাত্র সমাবেশ এবং বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। উত্তর জেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব স..ম আবদুস সামাদ। উদ্বোধক ছিলেন ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ তৈয়ব আলী। এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ আল জাবের। মুহাম্মদ সাহেদুল আলম ও মুহাম্মদ মনির উদ্দীনের সঞ্চালনায় ছাত্র সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রসমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ রবিউল হোসাইন সুমন। সমাবেশে বক্তারা বলেন, ছাত্র সমাজের মাঝে নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধ ফিরিয়ে আনার গঠনমূলক ছাত্রবান্ধব ছাত্র রাজনীতি আজ বড় প্রয়োজন। চলমান অবক্ষয়পুষ্ট ছাত্র রাজনীতির বিপরীতে ছাত্রসেনা ছাত্র রাজনীতিতে আদর্শ ও নৈতিকতা চর্চায় কাজ করছে বলে বক্তারা উল্লেখ করেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ, মুহাম্মদ সোলায়মান ফরিদ, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, মাওলানা ওবায়দুল মোস্তাফা কদমরসুলী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, আজিম উদ্দিন আহমেদ জনি, মাওলানা মুহাম্মদ সাইফুদ্দীন, মুহাম্মদ মাহবুবুর রহমান হাবিবী, মুহাম্মদ সোহেল রেজা, মুহাম্মদ নাসির উদ্দীন, মুহাম্মদ দিদারুল আলম, মুহাম্মদ মাহমুদুল হাসান রিয়াদ। প্রধান অতিথি স..ম আবদুস সামাদ বলেন, ছাত্রবান্ধব জ্ঞানবান্ধব পদক্ষেপ গ্রহণ করে ছাত্র সমাজের মাঝে আদর্শিক জাগরণ ঘটাতে হবে। এতে বক্তব্য দেন অধ্যাপক মাওলানা আব্দুর রহিম মুনিরী, মুহাম্মদ শাহ্‌ আলম, হাফেজ আব্দুল আজিজ, মাওলানা ইয়াছিন হোসাইন হায়দরী, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী, অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন, মুহাম্মদ ফজলুল করিম তালুকদার, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরী, মুহাম্মদ আলমগীর হোসাইন, এইচ এম শহিদল্লাহ, মুহাম্মদ আমান উল্লাহ আমান প্রমুখ। ছাত্রসমাবেশ শেষে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন চত্বরে এসে শেষ হয়।

ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলা : বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার ছাত্রসমাবেশ গতকাল শনিবার মইজ্জারটেক চত্বরে অনুষ্ঠিত হয়। ছাত্রনেতা নুরের রহমান রনির সভাপতিত্বে অনুষ্ঠিত ছাত্রসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চেয়ারম্যান আল্লামা এম এ মতিন। এম এ মতিন বলেন, ধর্মহীন শিক্ষানীতি জাতিকে পঙ্গু করার নামান্তর। এতে উদ্বোধক ছিলেন শহীদ উদ্দিন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী। দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুদ্দীন ও রাশেদুল হক ফারুকীর সঞ্চালনায় ছাত্রসমাবেশে বক্তব্য রাখেনবাংলাদেশ ইসলামী ফ্রন্ট প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদি, আহলে সুন্নাত চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান নেজামী, মাওলানা এম এ মাবুদ, মুহাম্মদ ফরিদুল ইসলাম, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, মাস্টার আবুল হোসেন, অধ্যাপক আবুল মনসুর দৌলতি, অধ্যক্ষ হাফেজ আহমদ আল কাদেরী, মুহাম্মদ আলী হোসাইন, মুহাম্মদ মুজিবুর রহমান, অধ্যক্ষ হাসান রেজভি, হাবিবুল মুস্তফা সিদ্দিকী, নিজামুল করিম সুজন, এনাম রেজা কাদেরি। উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন কাদেরী, কাজী আব্দুল জলিল, মো. সাহাব উদ্দিন, নুরুল ইসলাম হিরু, ওমর ফারুক, আজাদ হোসাইন, আবুল লাইস কায়সান, ওসমান রেজা, মনজুর তাহেরি প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ আবুল হাশেম
পরবর্তী নিবন্ধলায়ন শামসুল হকের মৃত্যুতে দক্ষিণ জেলা আ.লীগের দোয়া মাহফিল