ছাত্রলীগের সাবেক নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

| শনিবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:০৫ পূর্বাহ্ণ

মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা

বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে এক বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে পৌরসভার পশ্চিম কধুরখীল ১নং ওয়ার্ড ডেপুটি পাড়ার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাকের (৭৪) বাসভবনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক বাদী হয়ে গতকাল শুক্রবার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মোনাফসহ ৮ জনকে আসামি করে মামলা করেন। আসামিরা হলো, মৃত আব্দুল মান্নানের ছেলে মো. আব্দুল মোনাফ (৩৮), মৃত আহমদ ছফার ছেলে মিন্টু (৪০), মৃত আব্দুল মান্নানের ছেলে মো. শাহাজাহান (৪২) ও মো. ইব্রাহীম (৩৫), মো. ইদ্রিসের ছেলে মো. ইমন (২০), সাইফু (২৫), মুন্না (২৮), বিজয় (২৫)। এছাড়াও আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। তাদের সবার বাড়ি পশ্চিম কধুরখীল ১নং ওয়ার্ড ডেপুটি পাড়া বলে জানা যায়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কিছুদিন আগে মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাকের ঘরের ছাদের রড ওয়েল্ডিংয়ের কাজের জন্য নয়ন নামের এক ব্যক্তির সাথে ৬ হাজার টাকায় কথাবার্তা হয়। পরবর্তীতে নয়ন ওয়েল্ডিংয়ের কাজটি সম্পন্ন করার জন্য মো. শাহাজাহান নামের এক ব্যক্তিকে দায়িত্ব দেন। কাজ শেষ হলে আলোচনার মাধ্যমে ৬ হাজার টাকার পরিবর্তে নয়নকে ৫ হাজার টাকা দেয়া হয়। নয়ন নিতে চাইলেও শাহাজাহান নিতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাকের সাথে শাহাজাহানের বাকবিতণ্ডা হয়। পরে দেখে নেয়ার হুমকি দিয়ে ঘর থেকে বের হয়ে যান।

কিছুক্ষণ পর আবার শাহাজাহান উপজেলা ছাত্রলীদের সাবেক সভাপতি আব্দুল মোনাফ ও তার অনুসারীদের নিয়ে মুক্তিযোদ্ধার বাসভবনে এসে অতর্কিতভাবে হামলা করে। এতে মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাক ও তার স্ত্রী রোকেয়া খাতুন এবং পুত্রবধু জান্নাতুল ফেরদৌস আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেবা প্রদান করেন এবং চোখের নিচে মারাত্মক যখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইসহাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বোয়ালখালী থানার ওসি আসহাব উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধযাত্রী সেজে টেক্সি ছিনতাই
পরবর্তী নিবন্ধচাঁদের গাড়ি-মাইক্রো মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল সাবেক মেয়রের