ছাত্রলীগ নেতা রোটনের পিতার কবরে আ.লীগ নেতৃবৃন্দের শ্রদ্ধা

| রবিবার , ৩১ জুলাই, ২০২২ at ৫:৫৬ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটনের পিতা আবছার উদ্দিন হায়দার চৌধুরীর কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সকাল থেকে রাউজানের গহিরা নিজ গ্রামের বাড়িতে আওয়ামী লীগ-ছাত্রলীগ-যুবলীগের কেন্দ্রীয় নেতা এবং মন্ত্রী-এমপিরা সেখানে যান। দুপুরে মরহুম আবছার উদ্দিন হায়দার চৌধুরীর কবরে সকলে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ প্রচর ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রধানমন্ত্রীর সাবেক ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর এমপি, খায়রুল মান্নান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লেয়াকত সিকদার, নজুরুল ইসলাম চৌধুরী এমপি, নিজাম হাজারী এমপি, কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সেলিম আকতার জজ এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় কৃষকলীগের বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধশিল্পকলায় কবিতাসন্ধ্যা মুখর হলো মায়ার ধারাপাত