নগরীর চেরাগি পাহাড় এলাকায় ছাত্রলীগ নেতা আসকার বিন তারেক প্রকাশ ইভান হত্যা মামলার আসামি শচীন দাশকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রোববার কোতোয়ালী থানাধীন লালদিঘী পাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শচীন দাশ লোহাগাড়া উপজেলার বড় হাতিয়া গ্রামের সর্দ্দার পাড়ার (গোপালের বাড়ি) রঞ্জিত দাশের ছেলে। সে নগরীর বায়েজিদ থানাধীন পশ্চিম শহীদ নগর সাইদের ভাড়া ঘরের তৃতীয় তলার ভবনের নিচ তলায় ভাড়া থাকত। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসকার বিন তারেক হত্যা মামলার এজাহারনামীয় আসামি শচীন দাশকে লালদিঘির পাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তার সঙ্গীয় আসামিদের নাম ঠিকানা প্রকাশ করে। এই নিয়ে হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় ১ নং আসামিসহ মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গতকাল শচীন দাশকে আদালতে পাঠানো হলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ২২ এপ্রিল প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন আসকার বিন তারেক ওরফে ইভান নামের এক ছাত্রলীগ কর্মী। আসকার বিএএফ শাহীন কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ঘটনার একদিন পর আসকারের বাবা কোতোয়ালি থানায় আটজনের নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় ১০–১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।