ছাত্রলীগ একটি গৌরবের নাম

আলোচনা সভায় মোছলেম উদ্দিন

| বৃহস্পতিবার , ৬ জানুয়ারি, ২০২২ at ৬:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন, দেশপ্রেম শিখতে হলে সংগঠন করতে হবে। আমরা ছাত্রলীগ করে দেশপ্রেম শিখেছি। ছাত্রলীগ করেছি বলে সাহস, গর্ব নিয়ে আন্দোলন-সংগ্রামে জীবনযাপন লড়াই করেছি। ছাত্রলীগ করেছি বলেই মানুষের সাথে মিশে গিয়ে মানুষের অধিকার আদায়ে সবসময় সচেষ্ট ছিলাম এখনো অবিচল আছি। ছাত্রলীগ একটি গৌরবের নাম, বঙ্গবন্ধুর আশীর্বাদপুষ্ঠ ইতিহাস সৃষ্টিকারী একটি সংগঠন। গত মঙ্গলবার সকাল ১০টায় বোয়ালখালী উপজেলাস্থ সংগঠনের কার্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন তিনি। বোয়ালখালী উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুল মোনাফ মহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফুল হাসান রুবেলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আলম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, যুবলীগ সভাপতি আব্দুল মান্নান রানা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশীতার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান
পরবর্তী নিবন্ধঅস্ত্রোপচারের দুই দশক পর পেটে মিলল কাঁচি