ছাত্রদলের সাবেক নেতা সৌরভসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

জন্মাষ্টমী অফিসে হামলা ভাঙচুর ও মারধরের অভিযোগ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ আগস্ট, ২০২৫ at ৮:১৯ পূর্বাহ্ণ

নগরীর আন্দরকিল্লার জে এম সেন হল সংলগ্ন জন্মাষ্টমী অফিসে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগে নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পালসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকের আদালতে জন্মাষ্টমী পরিষদের মহানগর কমিটির সহ মহিলা বিষয়ক সম্পাদিকা দ্বীপতি দাশ প্রকাশ দিপ্তী দাশ বাদী হয়ে নালিশী মামলাটি দায়ের করেন। বাদীর আইনজীবী কাজল কান্তি দে দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার অন্যান্য আসামিরা হলেনবিপ্লব চৌধুরী, বাপ্পী দে, মিটন রবি দাস, মিঠুন বৈষ্ণব, সুকান্ত তালুকদার জুয়েল, অপু চৌধুরী আকাশ, সুব্রত আইচ, মিঠুন আচার্য্য, সঞ্জয় চক্রবর্তী মানিক, দোলন কুমার দেব, উত্তম ধর ও মিথুন কান্তি দাশ।

মামলার আরজিতে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ জন্মাষ্টমী পরিষদের কেন্দ্রীয় কমিটির আংশিক এবং গত ১১ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষিত হয়। আংশিক কমিটি ঘোষণার পর উক্ত কমিটিতে সাধারণ সম্পাদক পদে না রাখায় সৌরভ প্রিয় পাল ক্ষিপ্ত হয়ে ওঠেন। অন্যান্য আসামিদের নিয়ে একাধিকবার জন্মাষ্টমী পরিষদে তিনি হামলার চেষ্টা করেন। এ বিষয়ে একাধিকার সালিশ বৈঠক করে উদ্ভূত পরিস্থিতি শান্ত করার চেষ্টা করা হয়। কিন্তু পরিস্থিতি শান্ত করা যায়নি। সর্বশেষ গত ৩০ জুলাই রাতে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে বেআইনি জনতাবদ্ধে বিভিন্ন দেশীয় অস্ত্র ও লাঠিসোটাসহ মব সৃষ্টি করে জন্মাষ্টমী পরিষদের ভিতরে অবৈধ অনুপ্রবেশ করেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং একযোগে হামলা করেন। পরিষদের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। এ সময় মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা বাদী আসামিদের কাজে বাধা দিলে আসামিরা তাকে এলোপাতারি মারধর করেন।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং আসামিদের জন্মাষ্টমী পরিষদ থেকে বের করে দেওয়া হয় উল্লেখ করে আরজিতে বলা হয়, পরবর্তীতে বাদী পরিস্থিতি শান্ত হয়েছে মনে করে বাসায় চলে যাওয়ার সময় আসামিরা ফের তার ওপর হামলা চালায় এবং শ্লীলতাহানি করা হয়। বাদীর মোবাইল ফোন ও জন্মাষ্টমী পরিষদের ২২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধ৩ ঘণ্টা বন্ধ ছিল বাঘাইছড়ির সঙ্গে সড়ক যোগাযোগ
পরবর্তী নিবন্ধঐকমত্য হওয়া প্রস্তাব নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে বসবে কমিশন