ছাত্র সংসদ কমিটির দাবিতে অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধ করল ছাত্রলীগ

বাকলিয়া শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৫৬ পূর্বাহ্ণ

ছাত্র সংসদের কমিটি ঘোষণার দাবিতে কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা বন্ধ করে দেয়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার নগরীর বাকলিয়া শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজ কলেজে এ ঘটনা ঘটে। কলেজের অধ্যক্ষের কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীদের মাঝে মারামারিহাতাহাতির ঘটনাও ঘটে। খবর পেয়ে বাকলিয়া থানার পুলিশও হাজির হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম আজাদীকে বলেন, ছাত্র সংসদের কমিটি দেয়ার দাবিতে বেশ কয়দিন ধরে হাসান রানাসহ ছাত্রলীগের কয়েকজন কলেজ কর্তৃপক্ষকে চাপাচাপি করে আসছিল। কিন্তু পক্ষবিপক্ষ থাকায় কমিটি পরে দেয়া হবে বলে কলেজ কর্তৃপক্ষ জানায়। এ নিয়ে দুই পক্ষের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। আর গতকাল সোমবার কলেজের অভ্যন্তরীণ পরীক্ষা ছিল। তারা পরীক্ষা বন্ধ করে দেয় বলে জানতে পেরেছি।

এ ঘটনায় কলেজের অধ্যক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছিল। কিন্তু রাত ৯টা পর্যন্ত কোন অভিযোগ না পাওয়ার কথা জানান ওসি আব্দুর রহিম। জানতে চাইলে নির্ধারিত পরীক্ষা হয়নি বলে স্বীকার করেন কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক। তবে তিনি বলেন, ঘটনাটি বড় করে দেখছেন না বলে দাবি করেছেন এই অধ্যক্ষ। তিনি বলেন, এটিকে আমরা বড় করে দেখছিনা। কি সমাধান হয়েছে, পরীক্ষা বন্ধের বিষয়ে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কী না জানতে চাইলে অধ্যক্ষ মন্তব্য করেননি।

পূর্ববর্তী নিবন্ধবন্ধ করে দেওয়া হলো সিআরবি শিরীষতলার পণ্যমেলা
পরবর্তী নিবন্ধস্ত্রীর মামলা, ধরা পড়েননি জসিম