ছাত্র-জনতার বিজয়কে যে কোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে হবে

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সভায় জসিম উদ্দিন চৌধুরী

| বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি। একই সাথে বাংলাদেশের রাজনীতির এ ক্রান্তিলগ্নে উপযুক্ত ভূমিকা রাখার জন্য সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানগণকেও অভিনন্দন জানানো হয়েছে। বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের জরুরি সভা গতকাল বুধবার দৈনিক পূর্বকোণ কার্যালয়স্থ মরহুম ইউসুফ চৌধুরী কনফারেন্স হলে সংগঠনের স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম নুরুল হক, মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, কার্যকরী কমিটির যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ ইব্রাহীম, যুগ্ম মহাসচিব লায়ন মুহাম্মদ নুরুল আলম, সাংগঠনিক সচিব অ্যাডভোকেট ফয়েজুর রহমান বেলাল প্রমুখ। সভায় বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির স্থায়ী পরিষদের সভাপতি জসিম উদ্দীন চৌধুরী বলেছেন, দেশের গৌরবোজ্জ্বল সকল অর্জনের নেপথ্যে এদেশের ছাত্রসমাজের অনবদ্য ভূমিকা কোনোভাবেই বিস্মৃত হবার নয়। ৫২, ৬২, ৬৬, ৬৯, ৭১ ও ৯০ সহ সকল আন্দোলনসংগ্রামে রয়েছে ছাত্র সমাজের অমূল্য কীর্তিগাঁথা। এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ছাত্র আন্দোলনও স্বীয় অভীষ্ট লক্ষ্য অর্জনে সফলতা অর্জন করেছে।

নেতৃবৃন্দ এ আন্দোলনে শাহাদাতবরণকারী ছাত্রজনতাসহ সকল বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদেরকে দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে আখ্যায়িত করে বলেন, এরা প্রজন্মের আলোর দিশারী। দেশজাতির অহংকার। সুতরাং ছাত্রজনতার রক্তার্জিত এ বিজয়কে যে কোনো মূল্যে অক্ষুণ্ন রাখতে হবে বলে মন্তব্য করে আরও বলেন, এখন সকল মহলকে চরম ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে।

দেশের শান্তিশৃঙ্খলা সুরক্ষাসহ সকলকে দেশ গঠনে সম্মিলিত প্রয়াসে এগিয়ে আসতে হবে। নেতৃবৃন্দ প্রত্যেক সচেতন ব্যক্তিকে স্ব স্ব অবস্থানে থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

.

পূর্ববর্তী নিবন্ধট্রাফিক নিয়ন্ত্রণ করা শিক্ষার্থীদের জন্য আশার আলোর উপহার
পরবর্তী নিবন্ধপাকিস্তান টেস্ট দলে ফিরলেন নাসিম শাহ