ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

ফটিকছড়ি প্রতিনিধি | শনিবার , ৩০ নভেম্বর, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

ছাত্রজনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ফটিকছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর (বুধবার) এই লক্ষ্যে আয়োজিত স্মরণ সভা উপজেলা বীর মুক্তিযোদ্ধা জহরুল হক হল রুমে অনুষ্ঠিত হয়। স্মরণসভার শুরুতেই জুলাইআগস্টের গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও এক মিনিটের নীরবতা পালন করা হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী ।

এসময়উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি ) মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরেফিন আজিম, ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নুর হোসেন সহ উপজেলার সকল দপ্তর প্রধানেরা। স্মরণসভায় জুলাইআগস্টের গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রিদোয়ান, মোঃ শহীদুল্লাহ ও মোহাম্মদ জাহিন জামান প্রমুখ। এছাড়াও আরো উপস্থিত ছিলেনচট্টগ্রাম উত্তরজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর সহ বিএনপি, জামায়াত ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ছাত্রদলের শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী সম্মাননা
পরবর্তী নিবন্ধফ্যাসিস্টমুক্ত আন্দোলনে জাসাস কর্মীদের আত্মত্যাগ ইতিহাস হয়ে থাকবে