বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গতকাল সোমবার কেন্দ্রের স্টুডিওতে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি বলেন, এদেশের জনগণ সূদুর অতীতকাল থেকে যখনই কোন অন্যায় হয়েছে তখনিই প্রতিবাদ করেছে। প্রতিবাদ ছিল বৃটিশদের বিরুদ্ধে, পাকিস্তানীদের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় ২৪ সালের জুলাই মাসে দেশে অত্যাচার অবিচারের যে সংস্কৃতি গড়ে উঠেছিল সেখান থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে জাতি মুক্তি পেয়েছে।
তিনি আরো বলেন, স্বৈরাচার কিংবা অপশাসনের বেড়াজালে যারাই এ জাতিকে আটকে রাখার চেষ্টা করেছে তখনি আমরা দেখেছি ছাত্রজনতা বিশেষ করে ছাত্রদের মধ্য থেকে অভ্যুত্থান সবার আগে হয়েছে। জুলাই অভ্যূত্থান থেকে শিক্ষা নিয়ে দুর্নীতি মুক্ত এবং বৈষম্যমুক্ত দেশ গড়তে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার আহবান জানান বিভাগীয় কমিশনার।
কেন্দ্রের পরিচালক মো. মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোল্লা মো. আব্দুল হালিম। উপস্থিত ছিলেন কেন্দ্রের সিনিয়র প্রকৌশলী ভাস্কর দেওয়ান এবং আঞ্চলিক পরিচালক ড. মু. মাহবুুবুর রহমান। পরে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্যে কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।