বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আরো ৫৬ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র–জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসী বিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তাররা হলেন শহিদুল আলম প্রকাশ খান সাহেব, হানিফ, জসিম উদ্দিন, মো. সালাউদ্দিন, মো. জুম্মান, মো. ফাহিম, হাসান, ছাবের আহমদ, ওলফাতুন ইসলাম, আকিব, সবুজ, ইফরান, সাজ্জাদ, হারুন, বিলকিস বেগম, মোহাম্মদ জাফর, শাকিল আহমদ, সাজ্জাদ হোসেন, খোকন, আবুল হোসেন, শাহজাহান, সাগর, হাফিজুর রহমান টুটুল, হোসেন উদ্দিন শিপু, সাইফুল ইসলাম, আরিফ, রাসেল, শাহিন, ইফতাদুল ইসলাম তানিম, বশির, ফারুক মিয়া, সাগর রিফাত, রকিবুল হাসান, রাব্বি আল আহমেদ, জুম্মন, ইসমাইল হোসেন প্রকাশ রানা, রেবেকা সুলতানা রেখা চৌধুরী, সেলিম, তৌহিদুল হক, আবুল খায়ের, সেকান্দর বাদশা হোসেন, মনিরুল আলম, তানভীর হোসেন, ফরহাদ, ইব্রাহীম প্রকাশ লিটন, সুমন, বিশেশ্বর চৌধুরী তুর্জয়, সাজ্জাদ হোসেন, হাসান মিয়া, জসিম প্রকাশ জসীম, কাউছার হোসেন, ইসমাইল হোসেন তন্ময়, নাদিম, শাওন ও বোরহান উদ্দিন।