নগরীর পতেঙ্গার কয়লার ডিপো এলাকা থেকে সাত লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলায় ছয়জনকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। তারা হলেন, মো. ফারুক, মো. নবী হোসেন, মো. ইসহাক, মো. শরীফ হোসেন, মো. ফারুক হোসেন ও নুরুল আমিন। রায়ে মো. সাকের নামের একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে মো. আবুল কালাম নামের অপর একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে। গতকাল চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ নারগিস আক্তার এই রায় ঘোষণা করেন। এ সময় দণ্ডপ্রাপ্ত ছয় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। দণ্ডপ্রাপ্ত অপরজন ও খালাস পাওয়া দুজন পলাতক আছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম ফারুক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক রায় ঘোষণা করেছেন। ২০১৬ সালের ২৯ নভেম্বর নগরীর পতেঙ্গা থানাধীন কয়লার ডিপো বন্দর পাইলট জেটির দক্ষিণ পাশের কর্ণফুলী নদীর কূল থেকে সাত লাখ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। তখন হাতেনাতে পাঁচজনকে গ্রেপ্তারও করা হয়। এ ঘটনায় র্যাব বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলাটি দায়ের করেন তদন্ত শেষে পুলিশ চার্জশিট প্রদান করলে ২০২১ সালের ১৩ ডিসেম্বর আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক।