ছয় শিল্পীর টাকার যন্ত্রণা

| রবিবার , ২৮ জানুয়ারি, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বাঁচতে পারছি না রে মালিক বাঁচতে পারছি না/ শূন্য পকেট নিয়ে কোথাও শান্তি পাচ্ছি না’ এমন কথামালায় গান সাজিয়েছেন গীতিকার ও সুরকার বাউল আকাইদ। গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয় ফোক শিল্পী। বাউল আকাইদের কথা ও সুরে ‘টাকার যন্ত্রণা’ শীর্ষক গানটিতে কণ্ঠ দিয়েছেন কামরুজ্জামান রাব্বি, রাজু মন্ডল, অশোক বালা, অবিনাশ বাউল, পূর্ণ মিলন ও বাউল ফারুক। গানটিতে নিজের জীবনের কথা লিখেছেন বলে দাবি করেছেন আকাইদ। তিনি বলেন, আমরা বাউল মানুষ। বিত্তবৈভব আর টাকা পয়সা কোনো কালেই হয়ে ওঠে না। আজীবন টাকার যন্ত্রণা বয়ে বেড়াতে হয়। সেই ভাবনা থেকেই গানটি তৈরি। গানটি প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক ফোক স্টেশনের ব্যানারে মুক্তি পায়।

পূর্ববর্তী নিবন্ধসুরের উদ্যান থেকে কাগজের পাতায় তুহীন
পরবর্তী নিবন্ধবোধন আবৃত্তি স্কুলের নবীনবরণ