৬ দিন পর এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আগুন পুরোপুরি নিভানো সম্ভব হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে আগুন পুরোপুরি নিভানোর কথা নিশ্চিত করেছে।
গত সোমবার বিকালে এস আলম সুগার মিলের ৪টি গুদামের একটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও পুরোপুরি নিভানো যাচ্ছিল না। অবশেষে ৬ দিন পর গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়া হয়।
এস আলম সুগার মিলের এই গুদামে এক লাখ টন র সুগার ছিল। অবশ্য পরবর্তীতে তারা দাবি করেছে, অগ্নিকাণ্ডে ১০ থেকে ২০ শতাংশ চিনি নষ্ট হয়েছে। বাকি চিনি ব্যবহার করা যাবে বলে তারা জেলা প্রশাসকের নিকট জানিয়েছে।
এস আলম সুগার ইন্ডাস্ট্রিজের মিলে বিদেশ থেকে কাঁচামাল এনে দুটি প্ল্যান্টে পরিশোধন করা হয়। এর মধ্যে প্ল্যান্ট–১ এর দৈনিক উৎপাদন ক্ষমতা ৯০০ টন এবং প্ল্যান্ট–২ এর দৈনিক উৎপাদন ক্ষমতা ১ হাজার ৬০০ টন। থাইল্যান্ড ও ফ্রান্সের প্রযুক্তি এবং কারিগরি সহায়তায় কারখানাটি পরিচালিত হয়।