অনুমতি ছাড়াই শবনম বুবলী সন্তান বীরকে মিডিয়ার সামনে আনাতে বেশ ক্ষিপ্ত হয়েছিলেন শাকিব খান। কিন্তু ধারণা করা হচ্ছে, সেই খবর সামনে আসার আগেই বিচ্ছেদের পথ বেছে নিয়েছেন তারা। এক সাক্ষাৎকারে শাকিবও সেরকম ইঙ্গিতও দিয়েছিলেন। যদিও বুবলী জানিয়েছেন, তাদের বিচ্ছেদ হয়নি, সুখেই সংসার করছেন তারা। বুবলীর এমন দাবি অনেকেই বিশ্বাস করছেন না। আর সেকারণে, শাকিবের সঙ্গে বিভিন্ন মুহূর্তের ছবি শেয়ার করে সেই দাবির সত্যতা প্রতিষ্ঠিত করতে চাইছেন। খবর বাংলানিউজের।
সোমবার রাতে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন বুবলী। ক্যাপশনে জানিয়েছেন, তাজমহলে ঘুরতে দিয়ে ছবিটি তুলেছিলেন। ছবির ক্যাপশনে বুবলী লেখেন, যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এটি সম্রাট শাহজাহান ও মমতাজের শোবার ঘর।
বিয়ের পর শুটিংয়ে দুজনেই খুব ব্যস্ত ছিলাম কিন্তু তার ফাঁকেও খুব অল্প সময়ের জন্য ভারতের উত্তর প্রদেশে আগ্রায় অবস্থিত ভালোবাসার সবচেয়ে বড় নিদর্শন তাজমহল দেখাতে নিয়ে গিয়েছিলেন উনি আমাকে। খুব প্রিয় একটি ছবি আমার।