এক পূর্ণিমা রাতে
চাঁদকে দেখে ভালোবেসে ছিলাম
মনে করেছিলাম
তাকে কখনো হারাবো না।
কিন্তু ভুলে গিয়েছিলাম
সে শুধু রাতের ছিল।
চাঁদ বলে হয়ত তাই
নির্বোধের মত অবান্তর ভাবনায়
চুপসে গেছি। কিন্তু তুমি
রঙ করা সঙ সেজে
দুর্বোধ্য অসাড় পংক্তি চয়নে কি
ভালোবাসার হাত সঁপেছিলে?
কবিতার ছন্দ মাতন ব্যাকুল প্রাণে
জোৎস্না প্লাবন, শীতের হিম উত্তাপ
অনন্ত নীরবতার সোহাগী চুম্বন
এসব কি অব্যক্ত আবেগী প্রয়াস।
যা শুধু হারিয়ে তিক্ততার অবলেহন
নাকি ভালোবাসার ছন্দপতন?












