ছনুয়ায় ইউপি সদস্যকে হত্যার হুমকি

পরিবারের সদস্যদের তুলে নেয়াসহ ২০ লাখ টাকা চাঁদা দাবি

বাঁশখালী প্রতিনিধি | বুধবার , ২ ডিসেম্বর, ২০২০ at ১০:১৪ পূর্বাহ্ণ

বাঁশখালীর ছনুয়া ইউনিয়নে নুরুল আবছার সিকদার নামে এক ইউপি সদস্যকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও পরিবারের সদস্যদের তুলে নেয়াসহ ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে তার কাছে। এ বিষয়ে গত সোমবার চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে অভিযোগ জমা দিয়েছেন নুরুল আবছার সিকদার।
অভিযোগে জানা গেছে, এলাকায় ইয়াবা ব্যবসা, মানবপাচারসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ করেন নুরুল আবছার সিকদার। অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে থাকায় অপরাধীরা তাকে হুমকি দিতে থাকে। একপর্যায়ে গত ১৮ নভেম্বর ইউনিয়নের ছেলবন ছোট ছনুয়া এলাকার মোজাফফর আহমদের পুত্র মানব পাচারকারী শফি আলম, তার ভাই ইসমাঈল ও একই এলাকার নেজাম উদ্দিনের পুত্র হারুনকে আসামি করে মামলা করেন তিনি।
আর এরপর থেকেই নুরুল আবছার সিকদার ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ইউপি সদস্য নুরুল আবছার সিকদার বলেন, শফি ও ইসমাঈলের বিরুদ্ধে মানবপাচার, ইয়াবা ব্যবসা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ৭/৮টি মামলা রয়েছে। বাঁশখালী থানা পুলিশ শফিকে একাধিকবার গ্রেপ্তার করেছে। তবে ছাড়া পেয়ে সে আরো বেপরোয়া হয়ে ওঠে। বাধ্য হয়ে নিজের জীবন ও পরিবারের সদস্যদের বাঁচাতে চট্টগ্রাম পুলিশ সুপার বরাবর আবেদন করেছেন বলে জানান তিনি।
বাঁশখালী থানার এসআই নাজমুল হক বলেন, ইউপি সদস্যের প্রেরিত অভিযোগের কপি এখনো থানায় আসেনি। প্রথমে সার্কেল অফিস, পরে আমাদের এখানে এলে কর্তৃপক্ষের নিদের্শ অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ঘুরে গেলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের দুই কর্মকর্তা
পরবর্তী নিবন্ধপনের দিনের কর্মবিরতি শেষে যোগ দিলেন কাজে