বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবাহালী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর ও বাঁশখালী ডিগ্রী কলেজের সভাপতি অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাকের পক্ষ থেকে ঢেউটিন, অর্থসহ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন আব্দুল হক, জাহিদ উদ্দিন চৌধুরী, হেফাজুল ইসলাম তারেক, মোহাম্মদ ইসহাক, আজিজুল হক, রিদুয়ান, মো. আবু, মো. আব্বাস, শাহাদাত হোসেন, মো. জকরিয়া প্রমুখ। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিকেলে ছনুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আবাহালী এলাকায় অগ্নিকাণ্ডে মুহাম্মদ মোবারক দৌলা, মুহাম্মদ মুজিবুদ্দৌলা, মুহাম্মদ জুনাইদ, মুহাম্মদ জকরিয়া, মুহাম্মদ বখতিয়ার, মোজাম্মেল হক কছির ৬টি পরিবারের বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।