ছদ্মনামে ৩ বছর আত্মগোপন, অবশেষে র‌্যাবের হাতে ধরা

আজাদী অনলাইন | শনিবার , ২১ অক্টোবর, ২০২৩ at ১০:২৪ অপরাহ্ণ

হাটহাজারী থেকে মো. পারভেজ (২০) নামের ধর্ষণ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭ এর সদস্যরা।

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (২০ অক্টোবর) দিবাগত রাতে তাকে হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পারভেজ উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পশ্চিম উদালিয়া এলাকার মুহাম্মদ দিদার আলমের পুত্র।

র‍্যাব জানায়, এক নারীকে ধর্ষণের অভিযোগে পারভেজের বিরুদ্ধে ২০২০ সালের এপ্রিল মাসে ফটিকছড়ি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। এরপর থেকে পলাতক ছিলেন পারভেজ। এক পর্যায়ে পুলিশ তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগপত্র দিলে ২০২২ সালে পারভেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

পলাতক পারভেজ চট্টগ্রাম মহানগরসহ বিভিন্ন এলাকায় ছদ্মনামে প্রায় ৩ বছর আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার দিবাগত রাতে র‍্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃতকে ফটিকছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০
পরবর্তী নিবন্ধঅস্ত্র ও গুলি নিয়ে দুই রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার