ছদাহা ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবি

সাতকানিয়া উপজেলা বিএনপির স্মারকলিপি

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:১৮ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার ১৫ নম্বর ছদাহা ইউনিয়নের চেয়ারম্যানকে অপসারণের দাবি করেছে সাতকানিয়া উপজেলা বিএনপি। সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাসকে দাবি জানিয়ে স্মারকলিপিও দেয়া হয়। গতকাল বৃহস্পতিবার দেয়া স্মারকলিপিতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকার দেশে আওয়ামী লীগ সরকারের সকল দুর্নীতিগ্রস্ত কর্মচারী, কর্মকর্তা ও জনপ্রতিনিধিকে বহিষ্কার করে নতুন করে দেশ গঠনের প্রয়াস গ্রহণ করেছে। এর প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার গত ১৮ আগস্ট সাতকানিয়ার ইউপি চেয়ারম্যানগণকে অপসারণ করে সরকারি কর্মকর্তা নিয়োগ করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত ১৫ নম্বর ছদাহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল আলমকে অপসারণ করা হয়নি। স্মারকলিপিতে তাকে আওয়ামী ফ্যাসিবাদী দলের দোসর দাবি করে তার বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে অপসারণের দাবি করা হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল হোসেনের পক্ষে স্মারকলিপি প্রদান করেনউপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রাসুল মোস্তাক, যুগ্ম আহ্বায়ক আহমদুল হক সিকদার, হাজী ছামাদ, উত্তর সাতকানিয়া সাংগঠনিক ইউনিট বিএনপি নেতা এস এম নূরুল হক, তছলিম উদ্দিন, চরতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, সদস্য সচিব আবু ছৈয়দ চৌধুরী, কাঞ্চনা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জিয়াউর রহমান, সোনাকানিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নূরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কুতুবউদ্দিন, ঢেমশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কামাল উদ্দিন সিকদার, সদস্য সচিব আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক আবুল ফয়েজ, উপজেলা যুবদল নেতা ইকবাল হোসেন রুবেল, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধদেশের প্রথম ‘ইনোভেটিভ ম্যাথ ল্যাব’স্থাপিত হলো নাপোড়া হাইস্কুলে
পরবর্তী নিবন্ধফেনীতে বন্যা দুর্গতদের মাঝে সিভিএআরএফের ফ্রি চিকিৎসা