ফুরফুরা সিলসিলার অন্যতম খলিফা শাহসুফি অধ্যাপক আবদুল খালেক এম এ (রহ.)’র ৬৮ তম ইছালে ছাওয়াব মাহফিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা দরবারে পীরজাদা এয়ার কমোডর (অবঃ) জাহিদ কুদ্দুসের সভাপতিত্বে সম্পন্ন হয়। এতে ছতুরা দরবারের পক্ষ হতে অধ্যাপকের (রহ.) লিখিত গ্রন’ সাইয়েদুল মুরছালিন ও সিরাজুস ছালেকিনের আলোকে শরিয়ত ও তরিক্বতের দিকনির্দেশনামূলক সুদীর্ঘ আলোচনা করেন, পীরজাদা সুফি আশেক হোসেন (মা.জি.আ.)। আলোচক ছিলেন, সোনাকান্দা দরবারের গদীনসিন পীর অধ্যক্ষ মাওলানা মাহমুদুর রহমান, মুফতি মুহাম্মাদ আবুল কাশেম ফজলুল হক, সৈয়দ হাসান আল–আযহারী, খতিব হাফেজ ক্বারী মুফতি মুহাম্মাদ গোলাম কিবরিয়া প্রমুখ। বক্তারা বলেন, অধ্যাপক মাওলানা শাহ সুফি আলহাজ্ব আবদুল খালেক এম, এ (রহ.)- বাংলাদেশের একজন ক্ষণজন্মা মহাপুরুষ। অনুষ্ঠান উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে ছিলো– খতমে কুরআন, হিফজ সমাপনী শিক্ষার্থীদের পাগড়ী পরিধান, জিয়ারত, বয়ান, তা’লীম, তসবিহ, তাহলিল, হামদ, নাত, জিকির–আজকার, মিলাদ–ক্বিয়াম ও তাবারুক বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।