একসঙ্গে কাটিয়েছেন দীর্ঘ ৫০ বছর। প্রিয় মানুষকে হারিয়ে বেদনাবিধুর হয়ে এক কোণে বসে ছিলেন আসাদুজ্জামান নূর। অশ্রু সংবরণ করতে বেশ বেগই পেতে হচ্ছিলো তাকে। এই অবস্থার মধ্যেই বললেন, আমার নাটক, আমার ক্যারিয়ার এ সবই তার জন্য। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে যখন আলী যাকেরের শেষ শ্রদ্ধানুষ্ঠান হচ্ছিল, তখন আসাদুজ্জামান নূর সবাইকে এড়িয়েই চলছিলেন। টেলিভিশন চ্যানেলের সাংবাদিকদের সঙ্গেও কথা বলেননি তিনি।
এরই ফাঁকে বরেণ্য এ নাট্যজন বলেন, আমাদের সম্পর্কটা দীর্ঘ ৫০ বছরের। আমার নাটক, আমার ক্যারিয়ার সবকিছু তাঁর হাতে গড়ে তোলা। আমাদের এই সম্পর্ক পরিবারের চেয়েও বেশি ছিল। ছটলু ভাইয়ের প্রতি ভালোবাসা। একসঙ্গে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার কথা স্মরণ করে তিনি বলেন, প্রথমে রবিউল হুসাইন, এরপর জিয়াউদ্দিন তারিক আলী, আজ ছটলু ভাই। গত এক বছরে এ জাদুঘরের তিন ট্রাস্টিকে হারিয়ে ফেললাম আমরা। এটা আমাদের জন্য বড় বেদনার। খবর বাংলানিউজের।
নাগরিক নাট্য সমপ্রদায়ের হয়ে কাজ করতে গিয়ে প্রণয়, এর পর পরিণয়। তারপর এক ছাদের নীচে কেটে গেছে ৪৩ বছর। সে স্মৃতিচারণ করে আলী যাকেরের স্ত্রী নাট্যজন সারা যাকের বলেন, আমার দীর্ঘদিনের সহযাত্রী ছিলেন, সহকর্মী ছিলেন, বন্ধু ছিলেন। বাসা থেকে শেষ যখন তাকে লিফটে করে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তখন সে আমাকে খুঁজছিল। তার অসুস্থতায় অনেক মানুষ পাশে ছিল, কিন্তু আমি বুঝতে পারিনি আমার উপর তিনি কতটা নির্ভরশীল! এই নির্ভরশীলতা আমাকে অনেক দায়িত্ব দিয়ে গেলো, যা এখন পূরণের পালা।