‘ছকে’ বাঁধা তাহসান-স্পর্শিয়া

| মঙ্গলবার , ২ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:০৪ পূর্বাহ্ণ

প্রথমবারের মতো জুটি বেঁধে সিনেমায় অভিনয় করলেন অভিনেতা-সংগীতশিল্পী তাহসান খান ও অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। তারা হাজির হতে যাচ্ছেন গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘ছক- দ্য মেজ’-এ। গত রোববার রহস্যঘেরা একটি পোস্টার ফেসবুকে প্রকাশ করে সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছেন নির্মাতা। ক্যাপশনে লেখেন, ‘ছকের বাইরে, দুনিয়া নাইরে। সবাই ছকের পুতুল’। পোস্টারটিতে দেখা যায়, পিস্তল হাতে আন্ডারওয়ার্ল্ডের ডনের লুকে বসে রয়েছেন তাহসান। তার দিকে ফিরে দাঁড়িয়ে শাড়ি পরা স্পর্শিয়া! তার কাছেও রয়েছে পিস্তল, যা ইঙ্গিত দিচ্ছে ভিন্ন ছক কষার! গল্পে যে অ্যাকশন ও থ্রিলে জমে উঠবে, তা পোস্টার দেখে সহজেই বোঝা যাচ্ছে। পোস্টারটি ডিজাইন করেছেন সাজ্জাদুল ইসলাম সায়েম। সিনেমাটি নিয়ে অর্চিতা স্পর্শিয়া বাংলানিউজকে বলেন, গত বছর অক্টোবরে আমরা সিনেমাটির শুটিং করেছি। তখন আমার পা ভাঙা ছিল। তাই শুটিং করতে শারীরিকভাবে বেশ কষ্ট হয়েছে। তবে সব মিলিয়ে দারুণ একটা অভিজ্ঞতা। তাহসান ভাইয়ের সঙ্গেও প্রথমবার পর্দা ভাগ করে নিলাম। মনে হয়েছে শুটিংয়ের সময়টা আরেকটু বেশি পেলে আরও ভালো করে কাজ করতে পারতাম’। তাহসান-স্পর্শিয়া ছাড়াও সিনেমাটিতে আরও অভিনয় করেছেন- দীপক সুমন, সজিব, প্রণীল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধএকই গানে পাবেলের দুই কণ্ঠ
পরবর্তী নিবন্ধ‘উড়ে যারে মুনিয়া’