চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজি ২–১ গোলে বার্সেলোনাকে। শেষ সময়ের গোলে জয় ছিনিয়ে নিয়েছে পিএসজি। ম্যাচের শুরু থেকেই উভয় দল সতর্ক ছিল। ১২তম মিনিটে কর্নার থেকে সুযোগ পেলেও হেড লক্ষ্যে রাখতে পারেননি পিএসজির ডিফেন্ডার ইল্লা জাবারনি। দুই মিনিট পর তিনিই গোললাইন থেকে ফেরান ফেররান তোরেসের শট।
তবে ১৯তম মিনিটে আর ব্যর্থ হননি এই স্প্যানিশ ফরোয়ার্ড। ইয়ামালের পাস থেকে মার্কাস র্যাশফোর্ড বল বাড়ান বক্সে, স্লাইড শটে জাল খুঁজে নেন তোরেস। প্রথমার্ধ শেষ হওয়ার আগে সমতায় ফেরে পিএসজি। ৩৮তম মিনিটে নুনো মেন্দেসের পাস ধরে ডি–বক্সে ঢুকে বাঁ পায়ের শটে গোল করেন সেনি মায়ুলু।