সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন ভারতের ৫ ক্রিকেটার জায়গা পেয়েছেন। তাছাড়া রানার্স আপ নিউজিল্যান্ডের আছেন ৪ জন। বাকি দুইজন আফগানিস্তানের।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ : রাচিন রবীন্দ্র, ইব্রাহিম জাদরান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, আজমতউল্লাহ ওমরজাই, মিচেল স্যান্টনার, মোহাম্মদ শামি, ম্যাট হেনরি ও বরুণ চক্রবর্তী। দ্বাদশ ক্রিকেটার : অক্ষর প্যাটেল।