চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দিয়েই কি রোহিতের শেষ

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৯ মার্চ, ২০২৫ at ১১:৩৪ পূর্বাহ্ণ

ভারত অধিনায়ক রোহিত শর্মার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে জল্পনাকল্পনা চলছে অনেক দিন ধরেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে সেই আলোচনা উচ্চকিত হয়েছে আরও। এমন গুঞ্জনও শোনা যাচ্ছে, শিরোপা নির্ধারণী ম্যাচটি শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেবেন ভারত অধিনায়ক। তবে এমন কিছু শোনেননি বলে জানান রোহিতের ডেপুটি শুবমান গিল। ফর্মের খোঁজে থাকা রোহিতকে নিয়ে সমপ্রতি একটি প্রতিবেদন প্রকাশ হয় একটি সংবাদ মাধ্যম। সেখানে লেখা হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে হেরে গেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নেবেন ভারতের তারকা ওপেনার। প্রতিবেদনটিতে আরও লেখা হয়েছে, এমনকি ভারত শিরোপা জিতলেও ক্যারিয়ার নিয়ে কী ভাববেন তিনি, তার কোনো নিশ্চয়তা নেই। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আজ রোববার নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। আগের দিন সংবাদ সম্মেলনে দলটির প্রতিনিধি হয়ে আসা শুবমান গিলকে প্রশ্ন করা হয় রোহিতের ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। ভারতীয় ওপেনার গিল সরাসরি জানিয়ে দেন, এসব নিয়ে দলের মধ্যে কোনো আলোচনা হয়নি। ‘আমাদের সব আলোচনা ফাইনাল ও শিরোপা জয় নিয়ে হয়েছে। তার (রোহিত) এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে আমাকে ও দলকে কিছুই জানানো হয়নি। রোহিত ভাই এই মুহূর্তে এসব নিয়ে ভাববেন না। আমার মনে হয়, কাল ম্যাচ শেষ হয়ে গেলে তিনি একটা সিদ্ধান্ত নেবেন। দলের মধ্যে এনিয়ে কোনো কথা হচ্ছে না।’

পূর্ববর্তী নিবন্ধচবির ‘বি’ ইউনিটে উপস্থিতি ৮৬ শতাংশ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ