দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে অন্যতম প্রতিদ্বন্দ্বী ভারত। অপর প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড। ৯ মার্চের শিরোপা নির্ধারণী সেই লড়াই এরই মধ্যে তুমুল আগ্রহ সৃষ্টি করেছে। বিক্রি হয়ে গেছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের জন্য নির্ধারিত ২৫ হাজার টিকিট। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২৫ হাজার। যেখানে টিকিটের সর্বনিম্ন দাম ধরা হয়েছে আড়ইশ আমিরাতি দিরহাম। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮ হাজার টাকার কিছু বেশি। সর্বোচ্চ ১২ হাজার দিরহাম দাম ধরা হয়েছে এক্সক্লুসিভ স্কাই বক্স হসপিটালিটির। বাংলাদেশি মুদ্রায় যার দাম প্রায় ৪ লাখ টাকা। ফলে টিকিট বিক্রি বাবদ ৯ মিলিয়ন আমিরাতি দিরহাম তথা প্রায় ২৯.৫৭ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে। দ্য টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী অনলাইনে টিকিট ছাড়ার মিনিটের মধ্যেই টিকিট প্রত্যাশীর সংখ্যা দাঁড়ায় ১ লাখ! প্রায় ঘণ্টা দুয়েকের মধ্যেই বিক্রি হয়ে যায় সবগুলো টিকিট। টিকিটের জন্য ক্যাটাগরি ছিল ১২টি।