শিক্ষার্থী ও অভিভাকদের সচেতনতার মাধ্যমে ইন্টারনেটের অপব্যবহার কমানোর লক্ষ্য নিয়ে রবি দৃষ্টি আয়োজিত ‘নিরাপদ ইন্টারনেট সুরক্ষিত ও সম্ভবনাময় আগামী ’ র্শীষক বিতর্কের ফাইনাল রাউন্ড গতকাল শনিবার নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় সরকারি দল হিসেবে যুক্তি উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর বিরোধী দল হিসেবে পাল্টা যুক্তি উপস্থাপন করেন খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ যুক্তি ও পাল্টা যুক্তির খেলায় ১৮তম বিশ্ববিদ্যালয় বিতর্কে চ্যামিপয়ন হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাসিব খান, ডিবেটার অব দ্যা টুর্নামেন্ট হয়েছে কুয়েটের শিক্ষার্থী শাহরিয়ার কবির রাহাত । এদিকে ২৯তম আন্ত: স্কুল বিতর্ক প্রতিযোগিতায় ক্যান্টমেন্ট পাবলিক স্কুলকে পরাজিত করে স্কুল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রেসিডেন্সী ইন্টারন্যাশনাল স্কুল। এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন বাওয়া স্কুলের নুহা আলম।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সমপাদক আ জ ম নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বাসসের ব্যুরো প্রধান কলিম সরওয়ার, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, রবি আজিয়াটা লিমিটেডের ক্লাষ্টার ডিরেক্টর আশরাফুল কবির রিয়াদ ও বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আবদুল্লাহ মোহাম্মদ শুকরানা। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বনকুসুম বড়ুয়া নুপুর, শহিদুল ইসলাম, সাবের শাহ, সাইফুদ্দিন মুন্না, কাজী আরফাত ও মুন্না মজুমদার। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য এবারের বিতর্ক প্রতিযোগিতা চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার ও রাঙ্গামাটিতেও অনুষ্ঠিত হচ্ছে। এতে সারাদেশের ৯০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। প্রেস বিজ্ঞপ্তি।