চৌমুহনী বাজারের অবৈধ হকারদের উচ্ছেদ

আনোয়ারা চাতরী

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ জুন, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারের সড়ক ও ফুটপাত দখল করে বসা অবৈধ হকারদের উচ্ছেদ করলেন চাতরী ইউপি চেয়ারম্যান অফতাব উদ্দিন চৌধুরী সোহেল। গতকাল বুধবার দুপুরে বাজারের দুই পাশে গড়ে উঠা অবৈধ হকারদের উচ্ছেদ করেন তিনি। এ সময় তিনি যারা পুনরায় বসবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে ঘোষণা দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমেদের উপস্থিতিতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, ট্রাফিক ইনচার্জ হাফিজুল ইসলাম, বাজার ইজারাদার মো. আকবর, ইউপি সদস্য রাশেদ নেওয়াজ ছুট্টু প্রমুখ।

চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল বলেন, দীর্ঘদিন ধরে চাতরী চৌমুহনী বাজারের দুপাশে অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট বসানোর কারণে সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। তাদেরকে অনেকবার হুশিয়ারি দেয়ার পরেও তা আমলে নেইনি। তাই আজ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভাটিয়ারীতে আশেকে রাসুল সম্মেলন কাল
পরবর্তী নিবন্ধআনোয়ারায় জেলেদের মাঝে গাভীর বাছুর বিতরণ