হাটহাজারীর চৌধুরীহাট বাজার মনিটরিং করে ভোক্তা অধিকার আইনে বিভিন্ন প্রতিষ্ঠান মালিককে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সর্বমোট নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনার সময় বাজারের বিভিন্ন দোকানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শিত না থাকা ও পণ্যের ক্রয় ভাউচার প্রদর্শন করতে না পারাসহ একাধিক অপরাধ প্রমান হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ দোকান মালিক আব্দুল শুক্কুর পনেরশত টাকা, মো:সুমন কে পনেরশত টাকা, মো. রাশেদ মিয়াকে পনেরশত টাকা, মোহাম্মদ ইকবালকে পনেরশত টাকা, মো.এরশাদ পনেরশত টাকা, মো.মুর্শেদ , পনেরশত টাকা সহ মোট নয়হাজার টাকা জরিমানা করে তা ডিসিআরের মাধ্যমে আদায় করা হয়। এসময় উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ সুজন কানুনগো সহ হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম মশিউজ্জামান অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।