মহেশখালীতে চোর প্রতিরোধে প্রতিবেশির পাতানো বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বাধীন মনি (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামের দক্ষিণ চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মুহাম্মদ আলমগীরের ছেলে। পুলিশ বিদ্যুতের ফাঁদ পাতানো ওই বাড়ির গৃহকর্তা নুর মোহাম্মদকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তাজিয়াকাটা গ্রামের নূর মোহাম্মদের বাড়ির চারপাশে চোর প্রতিরোধের জন্য বৈদ্যুতিক তার টেনে ফাঁদ পাতানো হয়। বিষয়টি আশপাশের কেউ জানতো না। সোমবার সকালে প্রতিবেশী আলমগীরের ইবতেদায়ী মাদ্রাসায় প্রথম শ্রেণিপড়ুয়া স্বাধীন মনি খেলার ছলে সেই বাড়ির টিনের বেড়ায় হাত দিলে সাথে সাথে শিশুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। কুলসুমা আখতারের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ গৃহকর্তা নুর মোহাম্মদকে আটক করেছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।






