চোর ধরতে গিয়ে পাওয়া গেল দুই সহযোগীও

আজাদী প্রতিবেদন | শনিবার , ২২ মে, ২০২১ at ৬:০২ পূর্বাহ্ণ

নগরীর তিন পোলের মাথা গুলশান প্লাজার তৃতীয় তলার নিউ বেঙ্গল ইলেক্ট্রিক দোকানের গোডাউনে দুর্ধর্র্ষ চুরির তদন্ত করতে গিয়ে পাওয়া গেছে দুই দুর্ধর্ষ চোর ও তাদের দুই সহযোগীকে। গত ২০ মে বৃহস্পতিবার নন্দনকানন গোলাপ সিংহ লেইন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. মাসুম (২৭), মো. নেজাম উদ্দিন (৩১), মোঃ ফয়সাল (২৬) ও মো. শাহাদাত হোসেন।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন আজাদীকে বলেন, প্রায় সময় ১০/১২ লাখ টাকার লাইট, ফ্যান, তার, সুইচ, হোল্ডার, মাল্টিপ্লাগসহ বিভিন্ন ইলেকট্রিক সামগ্রী থাকে তার। গত ৩ মে বিকাল ৪টার সময় তিনি ও তার দোকানের স্টাফরা গোডাউনে তালা দিয়ে দোকানে যান এবং সন্ধ্যায় দোকান বন্ধ করে বাসায় চলে যান। পরবর্তীতে গত ৫ মে সকালে গোডাউন থেকে ইলেক্ট্রিক মালামাল আনতে গেলে দেখতে পান যে, গোডাউনের সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন, গোডাউনের দরজার হুকের অংশ বাঁকা এবং গোডাউনের ভিতরের সিসি ক্যামেরার তার কাটা। তিনি গোডাউনের মালামাল তল্লাশি করে দেখতে পান অনুমান দেড় লাখ টাকার মালামাল নেই! গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা চুরিটি করেছে। চুরির পর উক্ত মালামাল তাদের সহযোগী আসামি ৩) মোঃ ফয়সালের (২৬) কাছে বিক্রি করেছে। তাদের দেওয়া তথ্য মতে শাহ আমানত সিটি কর্পোরেশন ইলেক্ট্রিক মার্কেটের এরশাদ ইলেক্ট্রিক নামক দোকান থেকে আসামি মোঃ ফয়সাল (২৬) কে গ্রেপ্তার করা হয় এবং মালামাল উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধদুস্থ বাকপ্রতিবন্ধীকে সন্ধানী চমেকের ভ্যানগাড়ি উপহার
পরবর্তী নিবন্ধসিরাজুল হকের ইসালে সাওয়াব মাহফিল