চোখে ছানি পড়া বৃদ্ধার পাশে মানবিক চট্টলা

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১১:২৬ পূর্বাহ্ণ

পূর্ব নাসিরাবাদের ৭০ বয়সী বৃদ্ধা নুরনাহার বেগম কাঁথা সেলাই করেন। হাত পাখা থেকে শুরু করে নানা জিনিসপত্র বানান। কিন্তু চোখে ছানি পড়ায় আগের মতো কাজ করতে পারেন না। অর্থের অভাবে চিকিৎসাও করাতে পারছেন না।
মানবিক চট্টলার উদ্যোগে দ্বিতীয় রোগী হিসেবে নুরনাহারের ফ্রি অপারেশন গত রোববার নগরীর লায়ন্স চক্ষু হাসপাতালে করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ও ওমরগনি এমইএস কলেজ ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান তারেকের অনুরোধে এগিয়ে আসে সংগঠনটি। অপারেশনের তত্ত্বাবধানে ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আলতাফ হোসেন। কার্যক্রমে সার্বক্ষণিক সহযোগিতায় আছেন মানবিক চট্টলার সভাপতি মোশরাফুল হক চৌধুরী পাবেল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন সাইফুল, সহসম্পাদক ইমামুল করিম ও সদস্য বাপ্পী সিকদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
পরবর্তী নিবন্ধসুপার ফ্রেশ ড্রিংকিং ওয়াটার ও বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের চুক্তি