কোনো আততায়ীর হামলায় বিস্ফোরণ নয়, শুটিংয়ের জন্যই নিয়ন্ত্রিত পরিবেশে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। তবে সেই বিস্ফোরণ আর নিয়ন্ত্রণের মধ্যে ছিল না। ফলে সেখান থেকে উড়ে আসা বিভিন্ন নুড়ি-পাথরের টুকরা জানালার কাচে আঘাত করে। পাশেই ছিলেন লরেন্স। তার নিরাপদ দূরত্বে সরে যাওয়ার আগেই কাচের টুকরা আঘাত হানে তার চোখে। আর এই দুর্ঘটনা ঘটেছে বস্টনে শুক্রবার ‘ডোন’ট লুক আপ’ ছবির সেটে। ‘অ্যাঙ্করম্যান’ খ্যাত পরিচালক অ্যাডাম ম্যাককি’র এই ছবিতে আরও অভিনয় করছেন মেরিল স্ট্রিপ, কেইট ব্ল্যানচেট, লিওনার্দো ডি ক্যাপ্রিও, টিমোথি শালামে, ক্রিস ইভান্স। শুটিংয়ের দুজন কর্মীর উদ্ধৃতি দিয়ে বস্টনগ্লোব ডটকম জানায়, আঘাতের পরপরই লরেন্স মুখ চেপে বসে পড়েন। তার চোখের পাতা থেকে রক্ত ঝরতে থাকে। শুটিং বন্ধ করে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে বর্তমান খবর হচ্ছে ‘এঙ মেন’ খ্যাত এই অভিনেত্রীর আঘাত সেরে উঠেছে। সোমবার থেকেই আবার কাজে ফিরেছেন তিনি। খবর বিডিনিউজের।
নেটফ্লিঙের জন্য নির্মিত হলেও বড় বাজেটের এই ছবির কাহিনী এগিয়েছে অল্প পরিচিত দুজন বিজ্ঞানীকে ঘিরে। যারা জানতে পারে একটা বিশাল উল্কাপিণ্ড আছড়ে পড়তে চলেছে পৃথিবীতে। আর সেটা প্রমাণের জন্য উঠে পড়ে লাগলেও কেউ তাদের কথা বিশ্বাস করতে চায় না। আপাতদৃষ্টিতে বিজ্ঞান-কল্পকাহিনী মনে হলেও আসলে এটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক বিপর্যয় ভিত্তিক ছবি। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘সিলভার লাইনিং প্লেবুক’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জয় করার পর লরেন্স, আবারও একটি ব্যঙ্গাত্মক ছবিতে অভিনয় করছেন।