চোখ বেঁধে প্রেমিকের হাত-পায়ের নখ তুলে নিল প্রেমিকার পরিবার

কর্ণফুলীর বড়উঠান

কর্ণফুলী প্রতিনিধি | রবিবার , ৬ জুলাই, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার বড়উঠানে এক যুবক পুরনো প্রেমিকার ডাকে সাড়া দিতে গিয়ে ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। তাকে মুঠোফোনে ডেকে নিয়ে চোখ ও হাতপা গামছা দিয়ে বেঁধে প্রথমে বেধড়ক মারধর করা হয়, পরে তুলে নেওয়া হয় হাত ও পায়ের নখ।

মধ্যযুগীয় কায়দায় এ নির্যাতনের অভিযোগ উঠেছে প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। এ বিষয়ে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটক করা হয়েছে।

গতকাল শনিবার দুপুর ১টার দিকে বড়উঠান ফাজিল খাঁর হাট এলাকার একটি ভাড়া বাসায় ঘটে এ নৃশংস ঘটনা। আহত মো. আলমগীর (২৫) স্থানীয় পুতা বেচার বাড়ির মৃত আব্দুস সাত্তারের ছেলে। পেশায় তিনি বাসচালক।

জানা যায়, এক গার্মেন্টস কর্মীর (২৩) সঙ্গে আলমগীরের প্রেমের সম্পর্ক ছিল। ছেলের পরিবার সম্পর্ক মেনে নিলেও মেয়ের পরিবার ছিল বিপরীত। শেষমেশ আলমগীর অন্যত্র বিয়ে করেন। তবে বিয়ের পরেও ওই গার্মেন্টস কর্মীর সঙ্গে তার যোগাযোগ ছিল বলে জানায় পরিবার।

গত শুক্রবার রাতে মেয়েটির ফোন পেয়ে তার ভাড়া বাসায় যান আলমগীর। সেখানেই আটকে রেখে পরদিন দুপুরে ওই তরুণীর মা, দুই ভাই, দুই বোন এবং দুই বোনের স্বামী মিলে আলমগীরকে হাতপা ও চোখ গামছা দিয়ে বেঁধে নির্মমভাবে মারধর করে। এক পর্যায়ে তার আঙুল ও পায়ের নখ তুলে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলমগীর।

আলমগীরের ভাই জসিম উদ্দিন বলেন, আমার ভাই কোনো অপরাধ করলে তারা আইনের হাতে দিত। কিন্তু তারা নিজেরাই আইন হাতে তুলে নিয়ে অমানবিকভাবে নির্যাতন করেছে। আমার ভাই এখন মৃত্যুর সঙ্গে লড়ছে।

আহত আলমগীর হাসপাতালের শয্যা থেকে জানান, আমি বুঝতেই পারিনি তার ফোনটা আমার জন্য ফাঁদ হবে। তার মা, ভাইবোন সবাই মিলে আমার চোখমুখ বেঁধে এমন নির্যাতন করেছে, নখ তুলে নিয়েছে।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, মামলা হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধঅবতরণের পর বিমানে যান্ত্রিক ত্রুটি, রানওয়ে ২ ঘণ্টা বন্ধ
পরবর্তী নিবন্ধচাচাতো ভাইয়ের বঁটির কোপ, প্রাণ গেল চা শ্রমিক কিশোরীর