রাউজানের নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান বাবুল মিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে গত মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেছেন চেয়ারম্যান বাবুল মিয়া। দায়ের করা মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ৭/৮জন সশস্ত্র দুর্বৃত্তকে। সোমবার রাতে ও মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত চেয়ারম্যানকে হত্যা চেষ্টার প্রতিবাদে এলাকার লোকজন ও আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলাকারীদের গ্রেপ্তার দাবি করে প্রতিবাদ বিক্ষোভ করেছিলেন। তারা আসামি গ্রেপ্তারে পুলিশকে ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন। উল্লেখ্য, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে চেয়ারম্যান বাবুল মিয়া বাড়ি ফেরার পথে তার উপর গুলি ছুঁড়ে হত্যা চেষ্টা করেছিল। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে তিনি বেঁচে যান। রাউজান থানার সেকেন্ড অফিসার এসআই অজয় দেব শীল এ প্রসঙ্গে বলেন, অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে চেয়ারম্যান মামলা করেছেন। ঘটনার পর পর সন্ত্রাসীদের ব্যবহৃত একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশা, একটি চাপাতি, একটি রাম দা ও একটি ছোরা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের জন্য আমাদের চেষ্টা অব্যাহত আছে।