কর্ণফুলীতে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন ফরম ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাচন অফিসের সিঁড়ির নিচে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়। এ দিন মনোয়ন পত্র জমাদানের শেষ দিন হওয়ায় ওই প্রার্থী আর মনোনয়ন ফরম জমা দিতে পারেননি। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্ণফুলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন উপজেলার বড়উঠান ইউনিয়নের মোহাম্মদ শাহজাহান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমাদানের শেষদিন বিকেল ৪টা ৪০ মিনিটের সময় মোহাম্মদ শাহজাহানের পক্ষে স্বতন্ত্র চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য উপজেলা নির্বাচন অফিসে যান তার ভাই মো. ইলিয়াছ মেম্বার ও জাহাঙ্গীর। অভিযোগ করা হয়েছে, তারা কাগজপত্র নিয়ে নির্বাচন কর্মকর্তার রুমে যাওয়ার সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় কলাপসিবল গেটে আনসার সদস্যদরা গেইট আটকে রাখেন। তারা ফরম জমাদানের জন্য গেইট খোলার অনুরোধ করলে ফাইল দেখতে চান। ফাইল দেখানোর সময় তাদের হাত থেকে ফাইল নিয়ে দৌঁড় দেন আগে থেকে ওৎ পেতে থাকা দিদার চেয়ারম্যানের সর্মথকরা। ওইসময় পেছন থেকে আরও কয়েকজন তাকে ধাওয়া দিলে তারা আর ফরম জমা দিতে পারেননি। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা কাছে ও কর্ণফুলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ শাহজাহান।
তবে এ অভিযোগ অস্বীকার করে দিদারুল আলম জানান, আমরা নির্বাচন কর্মকর্তার অফিসেই বসে ছিলাম। এ বিষয়ে আমি কিছু জানি না। তবে বিকেলে মোবাইল ছিনতাইয়ের একটি ঘটনার কথা শুনেছি এবং কিছু মানুষ দৌড়াদৌড়ি করতে দেখেছি। এর বেশি কিছু জানি না। এটা আমার বিরুদ্ধে একটি সাজানো অভিযোগ।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল শুক্কুর বলেন, আমরা রুমে দায়িত্ব পালন করছিলাম। তাই ওই সময়ে বাইরে কি হয়েছে জানি না। তবে একটি লিখিত অভিযোগ পেয়েছি। কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।