পরিচয় যাচাইয়ে চেহারা ও ছবি মিলানোর পরিবর্তে ফিঙ্গারপ্রিন্ট (বায়োমেট্রিক) পদ্ধতি চালুর দাবিতে চট্টগ্রামে সমাবেশ করেছেন পর্দানশীন নারীরা। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ করে পর্দানশীন নারী পরিষদ।
সমাবেশে নারীরা অভিযোগ করেন, পর্দা করার কারণে ১৬ বছর ধরে এনআইডি এবং শিক্ষা অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। পরিচয় যাচাইয়ের নামে আমাদের জোরপূর্বক চেহারা দেখাতে বাধ্য করা হচ্ছে, যা ধর্মীয় বিশ্বাস এবং গোপনীয়তার অধিকার লঙ্ঘন। তারা দাবি করেন, ফিঙ্গারপ্রিন্ট যাচাই পদ্ধতি আরও নির্ভুল এবং দুর্নীতিমুক্ত। এসময় তারা তিন দফা দাবি উপস্থাপন করেন – ১. পর্দানশীন নারীদের নাগরিক অধিকার আটকে রাখা কর্মকর্তাদের বিচার, ২. ধর্মীয় ও গোপনীয়তার অধিকার অক্ষুণ্ন রেখে এনআইডি এবং শিক্ষা অধিকার প্রদান, ৩. ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার সময় নারী সহকারী রাখার বাধ্যবাধকতা। সমাবেশ শেষে জেলা নির্বাচন কমিশনার ও শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। প্রেস বিজ্ঞপ্তি।