চেরাগী মোড় থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ ডিসেম্বর, ২০২৪ at ৬:২৫ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার চেরাগী পাহাড় মোড় এলাকা থেকে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, গ্রেপ্তারকৃত প্রান্ত রায় নগরের ২১ নম্বর জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। গত অক্টোবরে জামালখানে রাতের আঁধারে ছাত্রলীগের ঝটিকা মিছিলে ছিল প্রান্ত রায়। ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাকে চিহ্নিত করেছে। জানা গেছে, প্রান্ত রায়ের বিরুদ্ধে একটি হত্যা ও একটি মাদক মামলা রয়েছে।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম আজাদীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে ভিডিও ফুটেজে দেখা গেছে। তার সম্পর্কে যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে তাকে আগামীকাল (আজ) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজার আ. লীগ নেত্রী কাবেরী দেবপাহাড় থেকে আটক
পরবর্তী নিবন্ধ৪২ ঘণ্টা পর কর্ণফুলীতে নিখোঁজ দুই তরুণের মরদেহ উদ্ধার