দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাবনা মাথায় রেখে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সমর্থন ও আনুগত্য লাভের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আনোয়ারার উপজেলার শীর্ষ নেতারা গত এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছেন বলে জানা গেছে।
অপরদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাবেক ওয়াশিকা আয়েশা খান এমপির সমর্থিত এক আওয়ামী লীগ নেতাও উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এ পর্যন্ত ৮ জন নেতা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা যায়। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের মাঝে বর্তমান উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগেও তিনি আওয়ামী লীগের মনোনয়নে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ছিলেন। এ নিয়ে তিনি টানা দুই বার চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। এর ফলে এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা রয়েছে। তিনি এবারও প্রার্থী হচ্ছেন। টানা তিনবার আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবার বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। তার আগে তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনিও ভোটের মাঠে সক্রিয় রয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি ও টানা দুই বারের চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয়দের সমর্থন নিয়ে তিনি নির্বাচন করতে চান বলে জানা যায়।
জসিম উদ্দিন চৌধুরী উপজেলা শ্রমিক লীগের সভাপতি দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাছাড়া তিনি কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) সার কারখানার সিবিএ এমপ্লয়ীজ ইউনিয়নের সভাপতির দায়িত্বে রয়েছে। তিনিও নির্বাচনের প্রস্তুতি নিয়ে মাঠে কাজ করা যাচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের এই ৪ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির অনুসারী হিসেবে পরিচিত।
অপরদিকে আওয়ামী লীগ নেতা মো. আবুল বশর ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকসহ দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ওয়াসিকা আয়েশা খান এমপির সমর্থন নিয়ে নির্বাচন করবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সালাউদ্দিন আহমদ চৌধুরী লিপু প্রশাসনিক ট্রাইবুনাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের সাবেক পিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিও সাবেক ভূমিমন্ত্রীর সমর্থন নিয়ে নির্বাচন করতে চান। গতবারের উপজেলা নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেন।
সাবেক চাতরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এয়াসিন হিরো বর্তমানে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনিও নির্বাচন করতে চান।
কেন্দ্রীয় যুব লীগের সাবেক সদস্য ছাবের আহমদ চৌধুরী ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি অংশ নিতে চান বলে জানা যায়।
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, দলীয় প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নিব, আমার সাথে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি ও এলাকার সাধারণ মানুষের সমর্থন আর ভালোবাসা রয়েছে। গত ১০ বছরে চেয়ারম্যান পদে থেকে আমি আনোয়ারার ১১ ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেছি। আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান চৌধুরী বলেন, আমার দীর্ঘ রাজনৈতিক জীবন এলাকার মানুষের জন্য উৎসর্গ করেছি। দলের নেতাকর্মী ও সাধারন মানুষের আকাঙ্ক্ষা পূরণে আমি নির্বাচন করা সিদ্ধান্ত নিয়েছি।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি এসএম আলমগীর চৌধুরী জানান, আমি এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করে যাচ্ছি। গত দুইবার চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়ে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির দিকনির্দেশনায় এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছি। এলাকায় আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।
আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর দলের তৃণমূলে সাংগঠনিক শক্তি মজবুত করেছি। তারই ধারাবাহিকতায় উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক শক্তি অনেক মজবুত করেছি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি সমর্থন নিয়ে এলাকার উন্নয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই।
আওয়ামী লীগ নেতা মো. আবুল বশর চৌধুরী বলেন, আমি এলাকার তৃণমূল থেকে রাজনীতি করে উঠে এসেছি। দলের জন্য অনেক ত্যাগ করেছি। এলাকার মানুষ আমাকে অনেক ভালোবাসেন। আনোয়ারা উন্নয়নে ভূমিকা রাখতেই আমি নির্বাচন করার চিন্তা করি।
আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সালাউদ্দিন আহমেদ চৌধুরী লিপু জানায়, আনোয়ারায় পরিকল্পিত উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করতে নির্বাচন করবো। উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক চাতরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এয়াসিন হিরো জানান, এলাকার মানুষের ভালোবাসার প্রতিদান দিতে আমি নির্বাচনে অংশগ্রহণ করব।
কেন্দ্রীয় যুব লীগের সাবেক সদস্য ছাবের আহমদ চৌধুরী জানান, ছাত্র জীবন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই।
আনোয়ারা উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু জাফর সালেহ জানান, ২০১৯ সালের ২৪ মার্চ দ্বিতীয় ধাপে আনোয়ারা উপজেলা নির্বাচন হয়েছিল। আমরা আশা করছি এবারও নির্বাচন দ্বিতীয় ধাপে হবে। ২০২৪ সালের ১ জানুয়ারির হালনাগাদ তালিকা মতে আনোয়ারায় ২ লক্ষ ৩৩ হাজার ৭ জন ভোটার রয়েছে।