চট্টগ্রাম কাস্টমসে শিল্প প্রতিষ্ঠানের প্ল্যান্ট/মেশিনারি শুল্কায়নে জটিলতার অভিযোগ এনেছে চট্টগ্রাম কাস্টমস এজেন্ট এসোসিয়েশন। এ বিষয়ে চট্টগ্রাম চেম্বারের হস্তক্ষেপ চেয়ে চিঠি লিখে সংঠগনটি। সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মাহমুদ বিলু স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে–গত ৩০ জুন থেকে সকল ধরণের আইআরসি (আমদানি নিবন্ধন সনদ) মেয়াদোত্তীর্ণ হওয়ায় শিল্প প্রতিষ্ঠানগুলোর পক্ষে হাল নাগাদ নবায়নকৃত আইআরসি দাখিল করা সম্ভব হচ্ছে না। গত ৩০ জুন ছিল বৃহস্পতিবার। এছাড়া পরবর্তী খোলার দিন ৩ জুলাই নবায়ন ফি জমা দিয়ে প্রতিষ্ঠানগুলো আইআরসি নবায়নের আবেদন করে। আগের ধারাবাহিকতায় ফি জমাদানের ট্রেজারি চালান এবং নবায়নের আবেদনের ফটোকপি দাখিল করে শিল্প প্রতিষ্ঠানগুলো প্ল্যান্ট/মেশিনারি শুল্ক আবেদন করে। কিন্তু চট্টগ্রাম কাস্টমস কমিশনার হাল নাগাদ নবায়নকৃত আইআরসি দাখিল করা ছাড়া সংশ্লিষ্ট এসআরও সুবিধা প্রদানে অপারগতা প্রকাশ করেন। উল্লেখ্য, গত বছর এ ধরণের জটিলতা সৃষ্টি হলে জাতীয় রাজস্ব বোর্ডের (্এনবিআর) পরামর্শে চট্টগ্রাম কাস্টমস কমিশনার ২০ দিন সময় বৃদ্ধি করেছিলেন।
বলা হয়েছে, ঈদের আগে আর তিনদিন খোলা থাকবে কাস্টমস হাউস। এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে দেরি হলে শিল্প প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে।