চেম্বার সভাপতির সাথে ফরাসি দূতাবাস ইকোনমিক বিভাগের প্রধানের সাক্ষাৎ

| বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চিটাগাং চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের সাথে বাংলাদেশস্থ ফরাসী দূতাবাসের ইকোনমিক বিভাগের প্রধান জুলিয়ান ডিউরের সৌজন্য সাক্ষাৎ গতকাল মঙ্গলবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় ফ্রান্সের অনারারী কনসাল জেনারেল ওরমান রাফি নিজাম, চেম্বার সেμেটারী ইনচার্জ প্রকৌশলী মোহাম্মদ ফারুক উপস্থিত ছিলেন।

চেম্বার সভাপতি বলেন, ফ্রান্স বাংলাদেশের পঞ্চম বৃহৎ রপ্তানি গন্তব্য। সম্প্রতি দীর্ঘ ৩০ বছর পর ফ্রান্সের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দু’ দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হয়েছে। জ্বালানি সেক্টরে বাংলাদেশে প্রথম μুড অয়েল রিফাইনারী নির্মাণ করে ফ্রান্সের প্রতিষ্ঠান। ফলে চট্টগ্রামের সাথে ফ্রান্সের দীর্ঘদিনের ব্যবসায়িক সংযোগ রয়েছে। চট্টগ্রাম অঞ্চলে অনেকগুলো মেগা প্রকল্প বাস্তবায়িত হওয়ায় চট্টগ্রাম এখন বিনিয়োগ হাবে পরিণত হয়েছে। এখানে গড়ে উঠছে দক্ষিণ এশিয়ায় বৃহৎ শিল্পাঞ্চল। তিনি কারিগরি, জ্বালানি,ট্যুরিজম, লজিস্টিকস, আইসিটি ইত্যাদি খাতে যথেষ্ট সুযোগ রয়েছে উল্লেখ করে বাংলাদেশে যৌথ উদ্যোগে বিনিয়োগের লক্ষ্যে ফরাসী ব্যবসায়ীদের আহবান জানাতে দূতাবাসের উদ্যোগ কামনা করেন।

ফরাসী দূতাবাসের ইকোনমিক বিভাগের প্রধান জুলিয়ান ডিউর বলেন, ফ্রান্স বাংলাদেশে স্যাটেলাইট, এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, রাডার, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, সুয়্যারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টসহ বিভিন্ন প্রকল্পে কাজ করছে।বাংলাদেশে ফ্রান্সের বেসরকারি পর্যায়ের বিনিয়োগের জন্য সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে সিঙ্গাপুর ও থাইল্যান্ডে অবস্থিত ফরাসী কোম্পানিগুলোর কার্যালয়ের সাথে যোগাযোগ স্থাপনের উপর গুরুত্বারোপ করেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅধিকার আদায়ে রাজপথে আছে বিএনপি
পরবর্তী নিবন্ধমহানগর যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন