ভারতের চেন্নাই সফরে যাচ্ছে বিসিবি একাদশ। এই সফরে তামিলনাড়ু একাদশের বিপক্ষে দুটি চারদিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে দলটি। বিসিবি একাদশের মোড়কে এটি মূলত ‘এ’ দলই। সিরিজের সবকটি ম্যাচ হবে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে। এই দলে রাখা হয়েছে টেস্ট দলের সাবেক অধিনায়ক মোমিনুল হক এবং স্পিনার তাইজুল ইসলামকে। মোহাম্মদ মিঠুনকে করা হয়েছে অধিনায়ক। এই দলে মোমিনুলকে রাখা হয়েছে পূর্ব পরিকল্পনারই অংশ হিসেবে। লম্বা সময় অফ ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে বিশ্রাম দেওয়া হয়। এবার তিনি সুযোগ পাচ্ছেন হারানো ছন্দ খুঁজে পাওয়ার। টেস্টে সবশেষ ৯ ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি মোমিনুল। সবশেষ ১২ ইনিংসে তার নেই কোনো হাফ সেঞ্চুরি। গত জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট একাদশেও জায়গা হারান তিনি।
মোমিনুল ও তাইজুলের সঙ্গে দলে এসেছেন ব্যাটসম্যান এনামুল হক (বিজয়) ও তৌহিদ হৃদয়। ওয়েস্ট ইন্ডিজের মতো এই সফরেও আছেন টেস্ট দলের ওপেনার মাহমুদুল হাসান জয় ও পেসার সৈয়দ খালেদ আহমেদ। সাইফ হাসান ও সাদমান ইসলামের সঙ্গে দলে আছেন এনামুল হকও। সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নজরকাড়া পেস বোলিং অলরাউন্ডার রিপন মন্ডল জায়গা পেয়েছেন এই দলে। সুযোগ পেয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। জাতীয় দলে জায়গা হারানো শামীম হোসেন, ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলিও আছেন দলে। আগামী রোববার চেন্নাইয়ে যাবে বিসিবি একাদশ। প্রথম চারদিনের ম্যাচটি আগামী বুধবার থেকে। পরেরটি ১৯ অক্টোবর থেকে। একদিনের ম্যাচগুলো যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর।
চারদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, মোমিনুল হক, এনামুল হক (বিজয়), তৌহিদ হৃদয়, জাকের আলি অনিক, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম, এনামুল হক।
একদিনের ম্যাচের সিরিজের স্কোয়াড: মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাইফ হাসান, এনামুল হক (বিজয়), মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন, তৌহিদ হৃদয়, আকবর আলি, তানভির ইসলাম, শেখ মেহেদি হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মন্ডল, মুকিদুল ইসলাম, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা।