‘আকাশের উচ্চতা সুউচ্চ ভেবে, আকাশ না ছুঁয়ে– ছুঁতে চেয়েছিলাম তোমায়, জানা ছিল না আকাশের চেয়েও অসীম উচ্চতায় তোমার বসবাস।’ কি? আমাকে নিয়ে হাজারো প্রশ্ন ভীড় করছে মনে? হাঁ, বন্ধুরা, জীবনটা অনেক বৈচিত্র্যময় এবং এক জটিল সমীকরণ ভালোবাসা।
এক একজন মানুষের কাছে এক এক রকম ভাবেই ধরা দেয়, সেভাবে আমাদের দৃষ্টিপট ও ভিন্ন। চাওয়া, প্রাপ্তি, চাহিদা সবই ভিন্ন ভিন্ন। বন্ধুরা জীবনপথে সবকিছু এতো সংকীর্ণ ভাবে ভাবার কোন অবকাশ নেই, সুন্দর কিছু ভাবতে চাই, আর সব ছোঁয়া হাত দিয়ে ছোঁয়া নয়, মনন দিয়ে, চিন্তা দিয়ে, চেতনার রঙেও ছোঁয়া যায়। তাই হয়ত রবীন্দ্রনাথ বলেছিলেন ‘আমারী চেতনার রঙে পান্না হলো সবুজ’। বন্ধুরা, চলতি পথে আমাদের অনেকের অনেক কিছুই ভালো লাগে, কারো লেখা, কারো চলন– বলন, কারো চোখ, কারো মুখ, কারো চিন্তা, করো অন্য কোন গুণাবলী, তাতে হৃদয় ছুঁয়ে দিতে পারে। যেখানে হাত বা স্পর্শের দরকার হয় না। তাই হয়ত কবি নির্মলেন্দু গুণ বলেছিলেন ‘হাত বাড়িয়ে ছুঁই না তোকে মন বাড়িয়ে ছুঁই’। উদাহরণ স্বরূপ বলতে পারি আমরা প্রত্যেকে প্রায় সৃষ্টিকর্তাকে ভালোবেসে লীন হয়ে যাই। প্রতিনিয়ত সাধনা, ভালবাসায় ছুঁয়ে যাই অদৃশ্যমান সৃষ্টিকর্তা কে।একই ভাবে দৃশ্যমান কাউকে যদি দূর হতে চিন্তা চেতনায় ছোঁয়া যায় তাতে দোষের কি? দূরত্ব কখনো ভালবাসার পথে অন্তরায় হতে পারে না। পবিত্র নির্মল সম্পর্ক নদীর মতো প্রবাহমান যেখানে পার্থিব ছোঁয়ার প্রয়োজন পড়ে না। সবশেষে বলব বন্ধুরা, পৃথিবীর সব ছোঁয়াই যেন সত্য, সুন্দর, ভালোবাসার স্পর্শ হয়। ভালোবাসাহীন কোনো স্পর্শ কাম্য নয় সেটা মন দিয়ে হোক আর হাত দিয়ে হোক।












