চেক প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি মো. আবু মাসুদ আজাদকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ। গত সোমবার রাউজান উপজেলার সুলতানপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫ সালে আইআইডিএফসি নামে একটি আর্থিক প্রতিষ্ঠানের আগ্রাবাদ শাখা থেকে চেকের বিপরীতে ৮৩ লাখ ৮১ হাজার ৮৮৮ টাকা ঋণ নেন আজাদ। পরবর্তীতে ঋণের টাকা যথাসময়ে পরিশোধ না করায় আইআইডিএফসি পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়। যুগ্ম মহানগর দায়রা জজ ৩য় আদালত, চট্টগ্রাম এর বিচারক ২০১৯ সালের ৪ আগস্ট আসামিকে দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৮৩ লাখ ৮১ হাজার ৮৮৮ টাকা অর্থদণ্ড প্রদান করে আসামি পলাতক থাকায় সাজা পরোয়ানা ইস্যু করেন।









